GCC Visa
১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন -- সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা। ✓GCC ভিসা আসলে কী? উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না। ✓GCC ৬ টি দেশ হলো: সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত। পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন। ✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে? নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে? উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই। ✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো? উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না। সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো। Travel Engineer